সিঙ্গাপুরে ছেলেকে নিয়ে অপু, ভালোবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা
![]() |
👉👉Video link |
বর্তমানে একমাত্র পুত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে একরকম সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পান ছেলে; নায়িকার প্রাক্তন স্বামী মেগাস্টার শাকিব খান ছেলেকে দেখতে প্রায়ই যান অপুর বাসায়।
এইতো, গেল ঈদেও আব্রামের কাছে ছুটে যান শাকিব খান। ছেলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে যে ভুলে যাননি শাকিব, তারও প্রমাণ দিলেন। বাবা-ছেলের আনন্দের মাঝে উঠে আসে তাদের খুনসুটিও।
সাধারণত তারকামহলে ঈদের পর কমে যায় কাজের চাপ। এমন সময়ে ছেলেকে সঙ্গে নিয়ে দেশের বাইরে ছুটি কাটাতে গেলেন অপু বিশ্বাস। সেখান থেকে আব্রামকে নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা।
একটি মন্তব্য পোস্ট করুন