বই বুকে নিয়ে কেন পালিয়েছিল ৮ বছরের মেয়েটি

 বই বুকে নিয়ে কেন পালিয়েছিল ৮ বছরের মেয়েটি


ভারতের উত্তর প্রদেশের আম্বেদকরনগরে উচ্ছেদ অভিযান চলাকালে বইভর্তি স্কুলব্যাগটি উদ্ধার করে দৌড়ে পালাচ্ছে আট বছরের অনন্যা যাদব

আট বছর বয়সী অনন্যা যাদবের কাছে হিন্দি, ইংরেজি ও গণিতের বইভর্তি স্কুলব্যাগটি অমূল্য সম্পদ। একদিন ‘আইএএস কর্মকর্তা’ হয়ে দেশরক্ষার কাজে নিজেকে নিয়োজিত করতে স্কুলব্যাগ তার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর তাই গত ২১ মার্চ ভারতের উত্তর প্রদেশের আম্বেদকরনগরে উচ্ছেদ অভিযান চলাকালে আগুন ধরে যাওয়া একটি ছাউনির পাশে রাখা ব্যাগটি রক্ষা করতে ছুটে যায় সে।    


ছোট্ট অনন্যা হয়তো জানত না যে বইয়ের ব্যাগ নিয়ে তার ছুটে যাওয়ার ভিডিওটি ভারতের শীর্ষ আদালতের মনোযোগ আকর্ষণ করবে। গতকাল মঙ্গলবার এক শুনানির সময় বিচারপতি এ এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার একটি বেঞ্চ অনলাইনে ছড়িয়ে পড়া (ভাইরাল) ভিডিওটির উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘এটি সবাইকে হতবাক করেছে।


Post a Comment

নবীনতর পূর্বতন

1