হঠাৎই বন্য প্রাণী কেন ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ করল
ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ করেছে একটি বনবিড়াল। নাকাব বা নেগেভ মরুভূমিতে গেল সপ্তাহে রীতিমতো তাণ্ডব চালায় ওই বিড়াল। ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে তাদের জখম করে বিড়ালটি।
মাউন্ট হারিফের একটি ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে মঙ্গলবার ওই বনবিড়ালটির দেখা মেলে। এই এলাকাটি ইসরায়েল ও মিসরের সীমান্ত লাগোয়া। পরে ওই বনবিড়ালটিকে ধরে পরীক্ষা-নিরীক্ষার জন্য বন্যপ্রাণীদের হাসপাতালে পাঠানো হয়।
ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ করেছে একটি বনবিড়াল। নাকাব বা নেগেভ মরুভূমিতে গেল সপ্তাহে রীতিমতো তাণ্ডব চালায় ওই বিড়াল। ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে তাদের জখম করে বিড়ালটি।
মাউন্ট হারিফের একটি ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে মঙ্গলবার ওই বনবিড়ালটির দেখা মেলে। এই এলাকাটি ইসরায়েল ও মিসরের সীমান্ত লাগোয়া। পরে ওই বনবিড়ালটিকে ধরে পরীক্ষা-নিরীক্ষার জন্য বন্যপ্রাণীদের হাসপাতালে পাঠানো হয়।
আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
বিড়ালটি কেন এমন অস্বাভাবিক আচরণ করেছে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে ধারণা করা হয়, সামরিক ঘাঁটির কাছাকাছি থাকার কারণে তার আবাসস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এমন আচরণ করেছে বিড়ালটি। অথবা তার স্বাভাবিক জীবনাচরণ ব্যাহত হওয়ায় ক্ষিপ্ত হয়ে ইসরায়েলি সেনাদের কাছে এসে ওই বিড়ালটি তাদের কামড়ে দিয়েছে। বনবিড়ালের এমন হামলার পর অনেকেই মজা করে বলছেন, প্রাণীটি ফিলিস্তিনি যোদ্ধাদের একজন।
একটি মন্তব্য পোস্ট করুন