অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ করলো যেসব প্রতিষ্ঠান

 অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ করলো যেসব প্রতিষ্ঠান



ছাত্রদের অসহযোগ আন্দোলনকে সমর্থন করে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ করার ঘোষণা করছে নানা প্রতিষ্ঠান। এর মধ্যে নানা শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকাশনী রয়েছে।


বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে ছাত্রদের প্রতি সংহতি জানিয়েছে। এর মধ্যে টেন মিনিট স্কুল, উদ্ভাস, উন্মেষ, উৎকর্ষ, উত্তরণ, শিখো, ফোকাস, রেটিনা, ব্রাইট স্কিল, উইট ইন্সটিটিউট ও প্রোগ্রামিং হিরো অন্যতম।


এছাড়া প্রকাশনীর তালিকায় রয়েছে সমকালীন, চেতনা, মাকতাবাতুল ইসলাম, আকীল পাবলিকেশন্স, ঐতিহ্য, আদর্শ, ঢাকা কমিক্স, স্বরে অ, গার্ডিয়ান, অদম্য প্রকাশ, বাতিঘর প্রকাশনী অন্যতম।


শুক্রবার দিবাগত রাত ১২টা ১৯ মিনিটে দেয়া টেন মিনিট স্কুলের অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হয়, ‘টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস আজ (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

আরো বিস্তারিত 

Post a Comment

নবীনতর পূর্বতন

1