কমপ্লিট শাটডাউন, কোথায় যাচ্ছে দেশ

 কমপ্লিট শাটডাউন, কোথায় যাচ্ছে দেশ


কমপ্লিট শাটডাউন, কোথায় যাচ্ছে দেশ



প্রতি মুহূর্তে নিত্যনতুন ঘটনা ঘটে চলেছে। প্রায় সব ঘটনাই আমরা টের পাচ্ছি ঘটে যাওয়ার পর। প্রতিটি ঘটনা কিংবা দুর্ঘটনা যাই ঘটছে, তার বেশির ভাগ ঘটছে আমাদের মন-মস্তিষ্কজাত সহজাত বুদ্ধি কিংবা কল্পনা অথবা আশা-আকাক্সক্ষা অথবা আতঙ্কের সীমার বাইরে। ১৮ জুলাই ২০২৪ সালের রাত ৮টা পর্যন্ত আমরা কল্পনা করতে পারিনি যে, পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এবং তা প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকবে। দেশে হানাহানি হবে, শত শত নির্মম নিষ্ঠুর খুনখারাবি ও হত্যাকাণ্ডের সাথে পাল্লা দিয়ে লাখ লাখ মানুষের শরীর দিয়ে রক্ত প্রবাহিত হবে। বেশুমার লোক আহত হয়ে জুলাই ম্যাসাকার নামক একটি অধ্যায়ের অংশীদার হবে।


আমরা বুঝতে পারছি না আগামীকাল কী ঘটতে যাচ্ছে; যেভাবে আমরা বুঝতে পারিনি আজকের শিরোনামে ব্যবহৃত শব্দমালার অর্থ। আমাদের সন্তানরা যখন ন্যায্যতার ভিত্তিতে কোটা- এ শব্দমালা নিয়ে সরকারি চাকরিতে প্রচলিত কোটা পদ্ধতির সংস্কার চাইল, তখন আমাদের অথর্ব মস্তিষ্ক এবং অহমিকায় পরিপূর্ণ মন বুঝতে পারল না যে, আগামীতে কী ঘটতে যাচ্ছে। ফলে রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীরা যখন একের পর এক বুদ্ধিমত্তা ও কৌশল প্রদর্শন করতে থাকলেন তার বিপরীতে আমাদের অনেকের ক্রোধ, নির্বুদ্ধিতা ও অশিক্ষা পাল্লা দিয়ে বাড়তে থাকল। আমরা ছাত্রছাত্রীদের তুচ্ছ-তাচ্ছিল্য করতে গিয়ে কিভাবে যে কমপ্লিট শাটডাউনের কবলে পড়লাম তা বুঝতে পারলাম না


Post a Comment

নবীনতর পূর্বতন

1