রোদেলা টাপুর। ছবি: অভিনেত্রী গোলাম ফরিদার সৌজন্যে
দার্জিলিংয়ে পড়াশোনা করছেন রোদেলা টাপুর। ক্লাস–পরীক্ষার ফাঁকে ১০ দিনের পূজার ছুটিতে ঢাকায় পরিবারের কাছে এসেছিলেন এই অভিনেত্রী। ভেবেছিলেন সময়টা আয়েশ করেই কাটাবেন। কিন্তু পরিচালক বাবার অনুরোধে ছুটির মধ্যেও একটা নাটকে যুক্ত হতে হলো। শুটিং শেষ করেই আবার ছুটতে হয়েছে দার্জিলিং। গতকাল বৃহস্পতিবার কথা বলার সময় বাংলাদেশের সীমান্ত পার হচ্ছিলেন টাপুর। মা-বাবাকে ছেড়ে যেতে প্রতিবারের মতোই তখন মন খারাপ। টাপুর পরিচালক সতীর্থ রহমান ও অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার মেয়ে। আরো বিস্তারিত পড়ুন
একটি মন্তব্য পোস্ট করুন