মুন্সীগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন প্রসূতি

 মুন্সীগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন প্রসূতি



আরো বিস্তারিত
 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী বাজারে অবস্থিত ইউনাইটেড ক্লিনিকে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মাহিয়া বেগম নামে এক প্রসূতি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাত ৩ টার দিকে তিন সন্তানের জন্ম দেন তিনি। মাহিয়া বেগম উপজেলার ফজুশা গ্রামের পাপ্পু মাঝির স্ত্রী।


Lan More
 

ইউনাইটেড ক্লিনিক হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন আমেনা খাতুন তানিয়া সিজারের মাধ্যমে ওই তিন সন্তানের প্রসব করান। 


Read more 


এ ব্যাপারে হাসপাতালের সার্জন আমেনা খাতুন তানিয়া বলেন, ওই নারীর গর্ভে তিনটি সন্তান রয়েছে—এটা আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই নিশ্চিত হয়েছিলাম। সন্তান গর্ভে থাকা অবস্থায় আমরা তাকে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছিলাম। পরে ওই নারী একসঙ্গে তিনটি সন্তান প্রসব করেন। যার মধ্যে দুটি কন্যা এবং একটি পুত্রসন্তান। তিন সন্তানই জন্মের সময় দুই কেজি করে ওজনের হয়েছে। ‌বর্তমানে তাদের হাসপাতালে রেখে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। 


এ ব্যাপারে টঙ্গীবাড়ি ইউনাইটেড ক্লিনিকের এমডি সাইফুল ইসলাম শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, এক নারী একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। তিন নবজাতক এবং ওই নারী এখন সুস্থ আছেন। তাদের বিশেষজ্ঞ শিশু চিকিৎসক দেখানো হয়েছে, কোনোরকম স্যালাইন দেওয়া ছাড়াই তারা সুস্থ আছেন। 


Read more 

Post a Comment

নবীনতর পূর্বতন

1