বাঁধ খুলে দেওয়ার অভিযোগ নাহিদের, যা বললেন ত্রিপুরার মন্ত্রী

বাঁধ খুলে দেওয়ার অভিযোগ নাহিদের, যা বললেন ত্রিপুরার মন্ত্রী

বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে’— অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের এমন অভিযোগ নাকচ করে দিলেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। 



হোম অন্য প্রাঙ্গণ
বাঁধ খুলে দেওয়ার অভিযোগ নাহিদের, যা বললেন ত্রিপুরার মন্ত্রী
আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ০১:০০ AM
facebook logotwitter logo
নাহিদ ইসলাম ও ত্রিপুরার মন্ত্রী


‘বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে’— অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের এমন অভিযোগ নাকচ করে দিলেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। 




মি. নাথ বলেন, ‘তারা যেটা বলছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয়, তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কি না! সেটা সম্ভব কি না!

তিনি বলেন, ‘আমরা যদি অমানবিক হতাম, তাহলে অনেক আগেই সেটা হতে পারতাম –বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে, কারণ বিদ্যুৎ বাবদ প্রায় ১৮০ কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকেয়া আছে। তাও নিয়মিত ৫০-৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি। 

Post a Comment

নবীনতর পূর্বতন

1