ভারতে কবে লঞ্চ হতে পারে আইফোন ১৬ প্রো ম্যাক্স, দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে পারে?
iPhone 16 Series: আইফোন ১৬ সিরিজের লঞ্চ হতে পারে বেস মডেল অর্থাৎ আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই চারটি মডেল।
Apple iPhone 16 Pro Max: ২০২৩ সাল অর্থাৎ গতবছর সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series)। সেখানে ছিল প্রো এবং প্রো ম্যাক্স মডেল। সেই আদলেই আইফোন ১৬ সিরিজেও (iPhone 16 Series) প্রো ম্যাক্স মডেল (iPhone 16 Pro Max) থাকবে। যদিও আইফোন ১৬ সিরিজ ভারতে কবে লঞ্চ হবে সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। প্রতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় অ্যাপেলের লঞ্চ ইভেন্ট। সেখানে নতুন আইফোন সিরিজ লঞ্চ করে অ্যাপেল কর্তৃপক্ষ। তাই অনুমান, চলতি বছর ২০২৪ সালেও সেপ্টেম্বর মাসেই হয়তো আইফোন ১৬ সিরিজ লঞ্চ হবে ভারতে এবং গ্লোবাল মার্কেটে। আইফোন ১৬ সিরিজের লঞ্চ হতে পারে বেস মডেল অর্থাৎ আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই চারটি মডেল।
একটি মন্তব্য পোস্ট করুন