ইউজারদের সুবিধার কথা ভেবে বড় সিদ্ধান্ত রেডমির, কমবে ফোন চার্জ দেওয়ার সময়
রেডমি (Redmi) তাদের Note 13 সিরিজের অধীনে একটি নতুন মডেল বাজারে আনতে চলেছে। সেটি Redmi Note 12 Turbo-এর উত্তরসূরি হবে বলে আশা করা হচ্ছে, যা গত বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল। আর এখন Redmi Note 13 Turbo চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ফোনটির চার্জিং স্পিড সম্পর্কে প্রকাশ করেছে। রেডমির নয়া ডিভাইসটির সম্পর্কে এখন পর্যন্ত কী কী তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।
একটি মন্তব্য পোস্ট করুন