মাত্র 6,999 টাকা দামে

 মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি সহ এই স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত


ইনফিনিক্স  ভারতে তাদের স্মার্ট 8 সিরিজে নতুন ফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Infinix Smart 8 Plus নামের নতুন ফোন পেশ করা হয়েছে। এই ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, 4GB এক্সটেন্ডেড র‍্যাম সহ 8GB পর্যন্ত র‍্যাম সাপোর্ট এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের মতো বিভিন্ন সুন্দর ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই নতুন ফোনটি সম্পর্কে


Infinix Smart 8 Plus এর দাম এবং সেল

ভারতে Infinix Smart 8 Plus মোবাইলটি 4GB র‍্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ সিঙ্গেল মডেলে পেশ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র 6,999 টাকা।

লঞ্চ অফারে এই ফোনটি মাত্র 6,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। আগামী 9 মার্চ দুপুর 12:00টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য প্ল্যাটফর্মে এই ফোনের সেল শুরু হবে।

আরো বিস্তারিত 


Lan More

 

Read more 

Post a Comment

নবীনতর পূর্বতন

1